আলজেরিয়ায় করোনা ভ্যাকসিন দেওয়া শুরু

558

ব্লিডা (আলজেরিয়া), ৩১ জানুয়ারি, ২০২১ (বাসস ডেস্ক) : আলজেরিয়া শনিবার দেশটিতে ২০২০ সালের মার্চ থেকে মহামারি ছড়িয়ে পড়ার কেন্দ্রস্থল উত্তরাঞ্চলীয় ব্লিডা নগরীতে করোনার ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু করেছে।
আলজিয়ার্স বলেছে, তারা শুক্রবার রাশিয়ার স্পুটনিক ভ্যাকসিনের প্রথম চালান গ্রহন করেছে। ডিসেম্বরের শেষদিকে তারা দীর্ঘদিনের মিত্র মস্কোর কাছে ৫ লাখ ভ্যাকসিনের অর্ডার দিয়েছিল।
স্বাস্থ্যমন্ত্রী আবদার রাহমান বেনবাউজিদ বলেছেন, তারা দেশটির ৪ কোটি ৪০ লাখ লোকের টিকা দেয়ার জন্য পর্যাপ্ত ভ্যাকসিন সংগ্রহ করছে। সরকারী এপিএস নিউজ এজেন্সি এ কথা জানায়।
এপিএস জানায়, স্বাস্থ্যমন্ত্রী বলেছেন ব্যতিক্রম বাদে পর্যায়ক্রমে দেশের সব অঞ্চলে টিকাদান শুরু হবে।
প্রায় ৮ হাজার স্বাস্থ্যকেন্দ্রে টিকাদান করা হবে, স্বাস্থ্যকর্মী ও বয়স্কদের মধ্যে প্রথম টিকা প্রদান করা হবে।
দেশটিতে করোনায় ২ হাজার ৮৮৮ জনের মৃত্যু এবং প্রেসিডেন্ট আবদেলমাদজিদ তেবউনেসহ ১ লাখ ৭ হাজার লোক আক্রান্ত হয়েছে।