ট্রাম্পের অভিশংসন দল থেকে বেরিয়ে গেলেন কয়েকজন আইনজীবী

548

ওয়াশিংটন, ৩১ জানুয়ারি, ২০২১ (বাসস ডেস্ক) : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন প্রক্রিয়ার সাথে যুক্ত কয়েকজন আইনজীবী তার দল থেকে বেরিয়ে গেছেন।
শনিবার মার্কিন সংবাদ মাধ্যমের খবরে এ কথা বলা হয়।
সিনেটে ট্রাম্পের বিচার শুরুর মাত্র অল্প সময় আগে তার সাথে মতদ্বৈততার জেরে পাঁচজন আইনজীবীর বেরিয়ে যাওয়ার খবর জানিয়েছে সিএনএন।
সিএনএন অজ্ঞাত সূত্রের উদ্ধৃতি দিয়ে আরো বলেছে, এই পাঁচজনের মধ্যে দুইজন ট্রাম্পের আইনজীবী দলের নেতৃস্থানীয়। ট্রাম্পের আইনী কৌশলের সাথে তারা একমত হতে পারেননি।
সূত্র আরো বলছে, ট্রাম্প চাচ্ছেন ক্ষমতা ছাড়ার পরও একজন প্রেসিডেন্টকে অভিশংসিত করার বৈধতা নিয়ে কথা বলার চেয়ে নির্বাচনে জালিয়াতির তার ভিত্তিহীন অভিযোগকেই আইনজীবীরা গুরুত্ব দিক।
এদিকে এ খবরের প্রতিক্রিয়ায় ট্রাম্পের উপদেষ্টা জাসন মিলার ট্ইুট করে বলেছেন, আমরা অনেক কাজ করেছি। কিন্তু আমাদের আইনজীবী দল নিয়ে সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি। শিগগীরই এটি হবে।
আগামী ৯ ফেব্রুয়ারি সিনেটে ট্রাম্পের বিচার শুরু হওয়ার কথা রয়েছে।
এর আগে গত ১৩ জানুয়ারি মার্কিন প্রতিনিধি পরিষদ ঐতিহাসিক দ্বিতীয় দফায় সাবেক এই প্রেসিডেন্টকে অভিশংসিত করে।
গত ৬ ই জানুয়ারি মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের হামলার ঘটনায় এই অভিশংসনের পদক্ষেপ নেওয়া হয়।