মেক্সিকো নেতা তার কোভিড অসুস্থতা কাটিয়ে ওঠার ব্যাপারে আশাবাদী

330

মেক্সিকো সিটি, ৩০ জানুয়ারি, ২০২১ (বাসস ডেস্ক) : মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর শুক্রবার তার করোনাভাইরাস সংক্রমণের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ধাপ কাটিয়ে ওঠার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। এদিকে তিনি জাতির উদ্দেশে দেয়া এক ভিডিও বার্তায় ফের জনগণের সামনে হাজির হলেন। খবর এএফপি’র।
ন্যাশনাল প্যালেস থেকে ৬৭ বছর বয়সী এ প্রেসিডেন্ট বলেন, ‘আমি এখনো করোনাভাইরাস থেকে পুরোপুরি সুস্থ না হলেও চিকিৎসকরা ইতোমধ্যে আমাকে ঝুঁকিপূর্ণ ধাপ অতিক্রম করার কথা জানিয়েছেন।’ এ প্যালেস তার দপ্তর ও সরকারি বাসভবন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া ওই ভিডিও বার্তায় তিনি আরো বলেন, ‘এখন আমি আপনাদের সামনে নিজেকে উপস্থাপন করছি যাতে কেউ আমার অসুস্থতা নিয়ে কোন গুজব ছড়াতে না পারে।’
তিনি স্বাভাবিক কণ্ঠস্বরে বলেন, ‘বর্তমানে আমি ভাল আছি এবং আমি এখন বিশ্রামে রয়েছি।’
লোপেজ ওব্রাদর বলেন, তিনি আইসোলেশনে থাকলেও কাজ করে যাচ্ছেন, বিশেষকরে তিনি মেক্সিকোর জন্য আরো ভ্যাকসিন পাওয়ার চেষ্টা করছেন। কোভিড-১৯ রোগে বিশ্বের সর্বোচ্চ মৃত্যু সংখ্যার অন্যতম দেশ মেক্সিকোতে এ মহামারি ভাইরাসে এ পর্যন্ত এক লাখ ৫৬ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে।