নিউ স্টার্ট পরমাণু চুক্তির মেয়াদ ৫ বছর বৃদ্ধির ব্যাপারে বিল পেশ পুতিনের

876

মস্কো, ২৭ জানুয়ারি, ২০২১ (বাসস ডেস্ক) : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার পার্লামেন্টে একটি বিল পেশ করেছেন, যা নিউ স্টার্ট পরমাণু চুক্তির মেয়াদ পাঁচ বছর বৃদ্ধি করবে। খবর এএফপি’র।
সরকারি ওয়েবসাইট দুমায় দেয়া এক বার্তায় বলা হয়, ‘২০২১ সালের ২৬ জানুয়ারি রাশিয়া ও যুক্তরাষ্ট্র এ চুক্তির মেয়াদ বাড়ানো বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করে। নিম্ন কক্ষে পেশ করা এ বিলে একটি ব্যাখামূলক মন্তব্য যুক্ত করে দিতে বলা হয়েছে।
এতে বলা হয়, উভয় পক্ষ নিউ স্টার্ট চুক্তির মেয়াদ পাঁচ বছর বাড়ানোর ব্যাপারে নীতিগতভাবে সম্মত হয়েছে।