ডিএসসিইতে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট কোর্স

442

ঢাকা, ২৫ জানুয়ারি, ২০২১ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত প্রতিষ্ঠানে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন এন্টারপ্রাইজ ডেভেলপমেন্টের চতুর্থ ব্যাচের ভর্তি প্রক্রিয়া ২৩ জানুয়ারি ২০২০ইং থেকে শুরু হয়েছে। যা ১৩ ফেব্রুয়ারি ২০২১ ইং শেষ হবে। নয় মাস মেয়াদী এ প্রোগ্রামে মোট আটটি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে।
কাজী খালীকুজ্জামান আহমদ ঢাকা স্কুল অব ইকোনমিক্সের সভাপতি, কাউন্সিলের চেয়ারম্যান এবং ডিরেক্টর। ড. কাজী খালীকুজ্জামান আহমদ দেশের উন্নয়নে স্ব-নির্ভর মানব কর্মসূচি বাস্তবায়নের উপর গুরুত্ব দিয়ে থাকেন। প্রোগ্রাম কো-অর্ডিনেটর প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলী বলেন, শিক্ষিত যুবক যুবতীরা দেশের উন্নয়নে স্ব-কর্মসংস্থানের জন্যে কাজ করতে পারে সে জন্যে এ শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। আগ্রহীরা ০১৯১১৩৯৪৭০৪ এ যোগাযোগ করতে পারে। এখান থেকে পাশ করে ইতোপূর্বেকার ব্যাচের ছাত্র-ছাত্রীরা বেশ সুনামের সাথে উদ্যোক্তা হিসেবে দেশে ও বিদেশে কাজ করছে এবং কেউ আবার উচ্চতর শিক্ষার জন্যে বিদেশে যাচ্ছে।