মেহেরপুরে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা বিষয়ক কর্মশালা

432

মেহেরপুর, ২৪ জানুয়ারি, ২০২১ (বাসস): জেলায় আজ ‘মানবিক মূল্যবোধ, নৈতিকতা সম্পন্ন জাতি গঠনে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার দুপুরে ভার্চুয়াল জুমে প্রধান অতিথি হিসাবে এ কর্মশালার উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।
ধর্ম বিষয়ক মন্ত্রনালয় ও মেহেরপুর জেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করে।
মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের সচিব মো. নুরুল ইসলাম ও অতিরিক্ত সচিব রঞ্জিত কুমার দাস, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য প্রমুখ।
কর্মশালায় জাতি-ধর্ম নির্বিশেষে বিভিন্ন শ্রেনীপেশার শতাধিক নারী-পুরুষ অংশগ্রহন করেন।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, সরকার জাতিধর্ম নির্বিশেষে সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে চায়। প্রান্তিক পর্যায়ের জনগোষ্ঠির ছেলে মেয়েরাও যাতে শিক্ষিত হয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে পারে সেজন্যই মন্দির ভিত্তিক শিক্ষা সম্প্রসারণ শুরু করা হচ্ছে।