মিশরে করোনা ভাইরাসের টিকা দেয়া শুরু হচ্ছে

448

কায়রো, ২৪ জানুয়ারি, ২০২১ (বাসস ডেস্ক): মিশরে রোববার করোনা ভাইরাসের টিকা দেয়া শুরু হচ্ছে।
দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি এ কথা জানান।
এক ঘোষণায় শনিবার তিনি বলেন, স্বাস্থ্যকর্মীদের দেয়ার মধ্য দিয়ে আমরা কাল থেকে করোনা ভাইরাসের টিকা দেয়ার কাজ শুরু করতে যাচিছ।
চীনের তৈরি সিনোফার্মের টিকা ব্যবহার করছে মিশর সরকার।
আরব বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ মিশর ডিসেম্বরে সিনোফার্মের টিকার প্রথম ব্যাচ গ্রহণ করে।
সিনোফার্মের দাবি, তাদের টিকা করোনা প্রতিরোধে ৭৯ শতাংশ কার্যকর।
মিশরে ১ লাখ ৬০ হাজারেরও বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। মারা গেছে এ পর্যন্ত ৮ হাজার ৮শ ৫০ জন।