নওগাঁর রাণীনগরে ১৫০ পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান

348

নওগাঁ, ১১ এপ্রিল, ২০১৮ (বাসস) : জেলার রানীনগর উপজেলার আনালিয়া খলিসাকুড়ি গ্রামে ১৫০ পরিবারকে বিদ্যুৎ সংযোগ প্রদানের মধ্যে ওই গ্রাম শতভাগ বিদ্যুতায়নের আওতায় আনা হয়েছে। ‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ এ প্রতিপাদ্য সফল করতে বুধবার সকাল সাড়ে ১০টায় ঐ গ্রামে ১৫০ পরিবারের মধ্যে বিদ্যুৎ সংযোগ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মো. ইসরাফিল আলম।
এ উপলক্ষে খলিসাকুড়ি গ্রামে আয়োজিত এক সমাবেশে সভাপতিত্ব করেন কালিগ্রাম ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ সরাফত আলী মন্ডল। এ অনুষ্ঠানে প্রধান অতিথি মো. ইসরাফিল আলমসহ উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. সাদাত হোসেন সাইম, কার্য নির্বাহী সদস্য মো: আসাদুজ্জামান নুরুল, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রুহুল আমিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. রোকুনুজ্জামান মোহন, সাংগঠনিক সম্পাদক মো. নয়ন সরদার, রাণীনগর পল্লী বিদ্যুৎ অফিসের ওয়ারলিং পরিদর্শক মো: শাহিনুর ইসলাম, কালিগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আনিছুর রহমান, কালিগ্রাম ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মো. সাজাদুল হক মন্ডলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ প্রকল্পটি বাস্তবায়ন করেছে। এর মধ্যে দিয়ে খলিসাকুড়ি গ্রাম শতভাগ বিদ্যুতায়নের আওতায় এসেছে।