বাসস সংসদ-২ : পরীক্ষার ফল প্রকাশে আইনি বাধা দূর করতে আনা বিল পাসের সুপারিশ

129

বাসস সংসদ-২
পরীক্ষার ফল-বিল-রিপোর্ট
পরীক্ষার ফল প্রকাশে আইনি বাধা দূর করতে আনা বিল পাসের সুপারিশ
সংসদ ভবন, ২১ জানুয়ারি, ২০২১ (বাসস) : দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে পরীক্ষা ছাড়া ফল প্রকাশ এবং পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার পথে বিদ্যমান আইনি বাধা দূর করতে প্রয়োজনীয় বিধানের সংযোজন করে সংসদে আনা তিনটি বিল উত্থাপিত আকারে পাসের সুপারিশ করা হয়েছে।
জাতীয় সংসদে আজ ৩টি বিলের ওপর উপস্থাপিত শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্টে এ সুপারিশ করা হয়। কমিটির সদস্য ফজলে হোসেন বাদসা রিপোর্টগুলো উপস্থাপন করেন।
এ বিল তিনটি হচ্ছে ইন্টারমিডিয়েট এন্ড সেকেন্ডারি এডুকেশন (সংশোধন) বিল, ২০২১, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (সংশোধন) বিল, ২০২১ এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড (সংশোধন) বিল, ২০২১।
বাসস/এমআর/১১৪০/-আসাচৌ