কুমিল্লায় শতভাগ ভ্যাট রিটার্ন অনলাইনে দাখিল

597

ঢাকা, ১৯ জানুয়ারি, ২০২১ (বাসস) : কোভিড-১৯ মহামারির মধ্যে কুমিল্লা কমিশনারেটের করদাতারা অনলাইনে রিটার্ন দাখিলের প্রতি আগ্রহী হচ্ছেন। গত ডিসেম্বর মাসে সেখানে প্রায় শতভাগ রিটার্ন অনলাইনে দাখিল করা হয়েছে।
গত মাসে ৯ হাজার ১১১টি দাখিলকৃত রিটার্নের মধ্যে অনলাইনে দাখিলের সংখ্যা ছিল ৯ হাজার ৭৫। সেখানে মাত্র ৩৫টি রিটার্ন ম্যানুয়াল পদ্ধতিতে দাখিল করেছেন ভ্যাটদাতারা।
এ বিষয়ে কুমিল্লা কাস্টমস,এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী বাসসকে বলেন, করোনা প্রাদুর্ভাবের মধ্যে আমরা ব্যবসায়ীদের অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিলের জন্য উদ্বুদ্ধ করেছি। ব্যবসায় পরিবেশ সহজ করার লক্ষ্যে ভ্যাট কর্মকর্তারা করদাতাদের অনলাইনে নিয়ে আসার বিষয়টি চ্যালেঞ্চ হিসেবে নিয়েছেন। অনলাইনে নিবন্ধন গ্রহণ ও রিটার্ন দাখিলের সুবিধা করদাতাদের বোঝাতে সক্ষম হওয়ায় এর সুফল পাওয়া যাচ্ছে বলে তিনি জানান।
তিনি বলেন, অনলাইনে রিটার্ন দাখিলের সংখ্যায় আমরা অন্যান্য কমিশনারেটের তুলনায় এগিয়ে থাকার পরিকল্পনা নিয়ে কাজ করেছি। এর ধারাবাহিকতায় টানা পঞ্চমবারের মত কুমিল্লা কমিশনারেট অনলাইনে রিটার্ন দাখিলের ক্ষেত্রে শীর্ষ স্থান দখলে রেখেছে।
উল্লেখ্য,বর্তমানে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীনে মোট ১২টি কমিশনারেটে গড়ে অনলাইনে ভ্যাট রিটার্ন জমার হার ৩৮ শতাংশ। সেখানে কুমিল্লা কমিশনারেটে অনলাইনে রিটার্ন জমা পড়ছে প্রায় শতভাগ।
বেলাল হোসাইন বলেন, অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল করলে ব্যবসায়ীরা যেমন উপকৃত হবেন পাশাপাশি ভ্যাট ফাঁকির পরিমাণও কমে যাবে।