পাবিপ্রবি ও জনতা ব্যাংকের মধ্যে ১শ’ কোটি টাকার কর্পোরেট গৃহঋণ চুক্তি স্বাক্ষর

425

ঢাকা, ১৯ জানুয়ারি, ২০২১ (বাসস): পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) এবং জনতা ব্যাংক বিশ্ববিদ্যালয় শাখার মধ্যে ১শ’ কোটি টাকার কর্পোরেট গৃহঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য পনের বছর মেয়াদী এই গৃহঋণ চুক্তিটি উপাচার্যের দফতরে অনুষ্ঠিত হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. এম রোস্তম আলী ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো: আনোয়ার খসরু পারভেজ।
জনতা ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন,ডেপুটি জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর হোসেন জোয়ার্দ্দার,অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার আব্দুল হামিদ ও নজরুল ইসলাম।
প্রাবিপ্রবি’র পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) বিজন কুমার ব্রক্ষ্ম এবং অর্থ ও হিসাব দপ্তরের অতিরিক্ত পরিচালক মো. শাহান শাহ। ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনতা ব্যাংক শাখা ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম বকুল।