বাসস বিদেশ-৬ : কিউবায় নতুন সংবিধানে ব্যক্তি উদ্যোক্তার স্বীকৃতির ওপর গণশুনানি

151

বাসস বিদেশ-৬
কিউবা-সংবিধান
কিউবায় নতুন সংবিধানে ব্যক্তি উদ্যোক্তার স্বীকৃতির ওপর গণশুনানি
হাভানা, ১৪ আগস্ট, ২০১৮ (বাসস ডেস্ক) : কিউবায় প্রস্তাবিত নতুন সংবিধানে ব্যক্তি বা বেসরকারি উদ্যোক্তার স্বীকৃতি দেয়ার ওপর সোমবার গণশুনানির আহ্বান করা হয়েছে। কমিউনিস্ট অর্থনীতির দেশটির সংবিধানে বেসরকারি উদ্যোক্তাদের অনুমোদন দিয়ে নতুন সংবিধানের প্রস্তাব করা হয়েছে। খবর এএফপি’র।
এক দলীয় দেশ কিউবায় আগামী বছরের ফেব্রুয়ারিতে নতুন সংবিধানের ওপর গণভোট অনুষ্ঠিত হবে। এর আগে সংবিধানে বেসরকারি বা ব্যক্তি পর্যায়ের উদ্যোক্তা সমর্থন দেয়ার প্রস্তাবনার ওপর ১৩ আগস্ট থেকে ১৫ নভেম্বর পর্যন্ত এর বিশ্ববিদ্যালয় ও কর্মক্ষেত্রে নাগরিকদের জন্য এই গণ শুনানির আয়োজন করা হচ্ছে।
১৯৫৯ সালে অভ্যুত্থানের পর থেকে প্রথমবারের মত বিদেশে অবস্থানরত প্রায় ১৪ লাখ কিউবানদের এই গণ শুনানিতে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
কিউবার অবিসংবাদিত নেতা ফিদেল ক্যাস্ত্র ১৯২৬ সালের ১৩ আগস্ট জন্ম নেন এবং মৃত্যুবরণ করেন ২০১৬ সালে ২৫ নভেম্বর। তার প্রতি সম্মান জানিয়ে গণ শুনানির সময় নির্ধারণ করা হয়েছে ১৩ আগস্ট থেকে ২৫ নভেম্বর পর্যন্ত।
বাসস/এসই/১৭৩৫/জুনা