বাসস দেশ-৪৬ : কুষ্টিয়ার ৪ পৌরসভায় আওয়ামী লীগ ২টিতে বিজয়ী ও ১টিতে এগিয়ে, জাসদ ১টিতে বিজয়ী

289

বাসস দেশ-৪৬
কুষ্টিয়া-৪টি-পৌরসভা
কুষ্টিয়ার ৪ পৌরসভায় আওয়ামী লীগ ২টিতে বিজয়ী ও ১টিতে এগিয়ে, জাসদ ১টিতে বিজয়ী
কুষ্টিয়া, ১৬ জানুয়ারি, ২০২১(বাসস) : কুষ্টিয়া সদরসহ ৪টি পৌরসভার নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে মিরপুর পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী হাজী এনামুল হক ১০ হাজার ৪৬৮ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী ধানের শীষ প্রার্থী গোলাম রাব্বানী ১ হাজার ৬৭৪ ভোট পেয়ে পিছিয়ে রয়েছেন।
ভেড়ামারায় পৌরসভায় জাসদ প্রার্থী আনোয়ারুল কবির টুটুল মশাল প্রতীক নিয়ে ৮ হাজার ২৯ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী শামিমুল হক ছানা নৌকা প্রতীক নিয়ে ৫ হাজার ৬১৫ ভোট পেয়ে পিছিয়ে রয়েছেন।
কুমারখালী পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী সামছুজ্জামান অরুণ নৌকা প্রতীকে নিয়ে ১০ হাজার ১১০ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী আনিচুর রহমান লালু ধানের শীষ প্রতীকে নিয়ে ২ হাজার ৩৮৬ ভোট পেয়েছেন।
কুষ্টিয়া সদর পৌরসভার ৬১টি কেন্দ্রের মধ্যে ৫০ টির প্রাপ্ত ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী আনোয়ার আলী নৌকা প্রতীকে ৫০ হাজার ৬৩১ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী বিএনপির বশিরুল আলম চাঁদ ধানের শীষ ৯ হাজার ২২৯ ভোট পেয়ে পিছিয়ে রয়েছেন।
কুষ্টিয়া সদর, ভেড়ামারাসহ ৪টি পৌরসভার ৪৮টি ওয়ার্ডে পুরুষ ও মহিলা নিয়ে মোট ভোটার ২ লাখ ২ হাজার ৪৭৭ জন। নির্বাচনে ১২ জন মেয়র, ১৮৪ জন কাউন্সিলর ও ৬১ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রতিদ্বন্দীতা করেছেন।
বাসস/এনডি/সংবাদদাতা/২২২০/কেজিএ