বাসস বিদেশ-৫ : ‘নতুন অধ্যায়ের’ অঙ্গীকার করেছেন বাইডেন

261

বাসস বিদেশ-৫
মার্কিন-রাজনীতি
‘নতুন অধ্যায়ের’ অঙ্গীকার করেছেন বাইডেন
উইলমিংটন, (যুক্তরাষ্ট্র), ১৫ জানুয়ারি, ২০২১ (বাসস ডেস্ক): প্রেসিডেন্ট পদে নির্বাচিত জো বাইডেন বৃহস্পতিবার কোভিডের বিরুদ্ধে লড়াই করা ও যুক্তরাষ্ট্রের বিপর্যস্ত অর্থনীতিতে ১.৯ ট্রিলিয়ন ডলার প্রণোদনা দেয়ার পরিকল্পনা প্রকাশ করেছেন। তবে তাঁর উচ্চাকাঙ্খী প্রথম একশত দিনের এজেন্ডা ইতোমধ্যে সিনেটে পূর্বসূরী ডোনাল্ড ট্রাম্পের আসন্ন বিচারের জটিলতায় আচ্ছন্ন হয়ে পড়েছে।
ট্রাম্প প্রথম মার্কিন প্রেসিডেন্ট যিনি দুবার অভিশংসন প্রস্তাবের মুখোমুখি হয়েছেন। ডেমোক্র্যাট বাইডেন তাঁর প্রথম বক্তব্যে আমেরিকানদের পুনরায় সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ও জাতির জন্য একটি ”নতুন অধ্যায়ের” প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
তিনি তার নিজ শহর উইলমিংটনে এক বক্তৃতায় বলেছেন, ‘আমরা ফিরে আসব।’
তিনি বলেন, ‘আমরা রাতারাতি সব কিছু করতে পারব না। আমরা এসব থেকে রাতারাতি বেরিয়েও যেতে পারব না। একটি বিভক্ত জাতি হিসেবে আমরা তা করতে পারব না। আমেরিকান হিসেবে ঐক্যবদ্ধ হলেই কেবল আমরা তা করতে পারবো।’
কংগ্রেসের উভয় কক্ষে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ রয়েছে বলে বাইডেন (৭৮) মহামারী মোকাবেলার তৃতীয় বিশাল সহায়তা প্যাকেজটি পাস করার আশা করছেন।
বাসস/অনু-জেজেড/২০১৮/-শআ