বাসস বিদেশ-৫ : ভারত ৭ পাকিস্তানী বন্দীকে মুক্তি দিয়েছে

155

বাসস বিদেশ-৫
ভারত-পাকিস্তান-বন্দী
ভারত ৭ পাকিস্তানী বন্দীকে মুক্তি দিয়েছে
নয়া দিল্লী, ১৪ আগস্ট, ২০১৮ (বাসস ডেস্ক) : ভারত সে দেশে বন্দী ৭ পাকিস্তানী নাগরিককে মুক্তি দিয়েছে।
অপর দিকে এর একদিন আগে পাকিস্তান ৩০ ভারতীয় বন্দীকে মুক্তি দিয়েছে। কর্মকর্তাগণ মঙ্গলবার এ কথা জানান। খবর সিনহুয়া’র।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের একজন কর্মকর্তা বলেন,‘গতকাল আমরা সাত পাকিস্তানী বন্দীকে সেদেশে ফেরত পাঠিয়েছি। এছাড়া গত সপ্তাহে ১৪ জেলেকে কারাগার থেকে মুক্তি দিয়ে পাকিস্তানে ফেরত পাঠানো হয়েছে।’
এর আগে পাকিস্তান সোমবার পাঞ্জাবের ওয়াগা সীমান্ত এলাকা দিয়ে ২৭ জেলেসহ ৩০ জনেরও বেশি ভারতীয় নাগরিককে সেদেশে ফেরত পাঠিয়ে একে একটি মানবিক পদক্ষেপ হিসেবে বর্ণনা কওে এবং ভারতের কাছ থেকেও একই আচরণ আশা করে।
বাসস/কেকে/৪-২০/জুনা