বাসস বিদেশ-৪ : ভিয়েতনামে আঘাত হানছে ঘূর্ণিঝড় বেবিনকা

212

বাসস বিদেশ-৪
ঘূর্ণিঝড়-ভিয়েতনাম
ভিয়েতনামে আঘাত হানছে ঘূর্ণিঝড় বেবিনকা
হ্যানয়, ১৪ আগস্ট, ২০১৮ (বাসস ডেস্ক) : ভিয়েতনামের উত্তরাঞ্চলে আঘাত হানতে যাচ্ছে বছরের চতুর্থ ঘূর্ণিঝড় বেবিনকা।
মঙ্গলবার দেশটির আবহাওয়া কেন্দ্র থেকে বলা হয়েছে, এটি উত্তরাঞ্চলের কোয়াং নিং থেকে ন্যাম ডিং প্রদেশে শুক্রবার সকালের মধ্যে আঘাত হানতে পারে। খবর সিনহুয়া’র।
ওইদিন ঘূর্ণিঝড় বেবিনকা’র কেন্দ্র থেকে পরিধি হবে ৯০ কিলোমিটার এবং গতি হবে ঘন্টায় ৪০ থেকে ৭৫ কিলোমিটার।
কেন্দ্র থেকে জানানো হয়, ঘূর্ণিঝড়ের প্রভাবে বুধবার রাত থেকে শুক্রবার পর্যন্ত ভিয়েতনামের উত্তরাঞ্চলে ভারী বর্ষণ হতে পারে।
ভিয়েতনামের পরিসংখ্যান বিভাগ জানায়, চলতি বছরের প্রথম সাত মাসে প্রাকৃতিক দুর্যোগ বিশেষ করে ঘূর্ণিঝড়, আকস্মিক বন্যা ও ভূমি ধসে ৭৮ জনের প্রাণহানি এবং ৬৪ জন আহত হয়েছে, ৭ শ’ ৪০ টির বেশি বাড়ি ধ্বংস হয়েছে, ১৮ হাজার ১শ’ বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে, ১২ হাজার ৬শ’ হেক্টর জমির ফসল বিনষ্ট হয়েছে।

বাসস/এসই/৪টা/জুনা