আমরা ঐতিহ্যকে সংরক্ষণ করতে জানি : ডিএসসিসি মেয়র

452

ঢাকা, ১৪ জানুয়ারি, ২০২১ (বাসস) : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, আমরা উৎসব-আনন্দ করতে জানি, ঐতিহ্যও সংরক্ষণ করতে জানি ।
তিনি আজ বিকেলে নগরীর ৪৩ নম্বর ওয়ার্ডে সাকরাইন/ ঘুড়ি উৎসব-১৪২৭ উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন।
ডিএসসিসি মেয়র বলেন, ‘আজ ঢাকাবাসীর ঐতিহ্যবাহী সাকরাইন উৎসবের মাধ্যমে ঢাকার পুরো আকাশকে আমরা করে দিয়েছি রঙিন। এই আয়োজনের মাধ্যমে বিশ্ববাসীকে জানাতে চাই – আমরা আনন্দ করতে জানি, উৎসব করতে জানি, আমাদের ঐতিহ্যকে সংরক্ষণ করতে জানি।’
সা¤প্রদায়ীকতা ও অপশক্তির কবল থেকে বাংলাদেশের সংস্কৃতিক ঐতিহ্যকে রক্ষায় এই আয়োজনের গুরুত্ব তুলে ধরে ব্যারিস্টার শেখ তাপস বলেন, ‘এই ঐতিহ্যবাহী সাকরাইন উৎসবকে পুরো দেশব্যাপী ছড়িয়ে দিতে হবে। কারণ, একটি জাতির জন্য ঐতিহ্য লালন তার জাতীয়তাবোধের পরিচায়ক।
এই আয়োজন সফল করায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটিকে ধন্যবাদ জানান।
পরে মেয়র নগরীর ৪৬ নম্বর ওয়ার্ডের জহির রায়হান নাট্যমঞ্চে এবং ৪১ নম্বর ওয়ার্ডের ফকির চাঁন কমিউনিটি সেন্টারেও সাকরাইন উৎসবে অংশগ্রহণ করেন।
এছাড়াও নগরীর সোহরাওয়ার্দী উদ্যান, আব্দুল আলীম মাঠসহ বিভিন্ন মাঠে কর্পোরেশনের পক্ষ হতে সাকরাইন উৎসবের আয়োজন করা হয়।