আইনজীবী জুলিয়ানির ফিস দিতে ‘না’ ট্রাম্পের

442

ঢাকা, ১৪ জানুয়ারি, ২০২১ (বাসস) : বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার তার ব্যক্তিগত আইনজীবীর ওপর ক্ষেপেছেন। জানা গেছে, তিনি তার ব্যক্তিগত আইনজীবী নিউইয়র্কের সাবেক মেয়র রুডি জুলিয়ানির ফিস দিতে অস্বীকার করছেন। খবর ‘গার্ডিয়ান’ পত্রিকার।
জুলিয়ানি গত নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল আদালতের মাধ্যমে পাল্টে দেওয়ার ব্যর্থ চেষ্টায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন এবং নির্বাচনে কারচুপি হয়েছে বলে ব্যাপক প্রচারণা চালান।
কিন্তু সম্প্রতি হতাশ ও মর্মাহত ট্রাম্প তার এই অনুগত ও একান্ত সমর্থকের ওপরও ক্ষেপেছেন বলে খবর পাওয়া গেছে। ট্রাম্প হোয়াইট হাউস স্টাফদের জুলিয়ানির বকেয়া ফিস না দেওয়ার আদেশ দিয়েছেন। জানা যায়, জুলিয়ানি দৈনিক ২০ হাজার মার্কিন ডলার ফি চাওয়ায় ট্রাম্প অসন্তুষ্ট হয়েছেন। এছাড়া, গত সপ্তাহে ক্যাপিটল হিলে একদল উচ্ছৃংখল ব্যক্তি সহিংসতার সৃষ্টির পর ঘনিষ্ঠজনরা ট্রাম্পকে ঠিকমতো সমর্থন করতে পারেননি বলে মনে করেন তিনি।
শেষ দিনগুলোতে ট্রাম্প খুবই একাকী বোধ করছেন। কাছের মানুষেরা তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলেও ভাবছেন তিনি।