বাসস দেশ-৪৮ : মতিঝিল-বাসাবো এলাকায় ৩০ স্থায়ী-অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করেছে ডিএসসিসি

297

বাসস দেশ-৪৮
ডিএসসিসি-উচ্ছেদ
মতিঝিল-বাসাবো এলাকায় ৩০ স্থায়ী-অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করেছে ডিএসসিসি
ঢাকা, ১২ জানুয়ারি, ২০২১ (বাসস) : নগরীর মতিঝিল ও বাসাবো এলাকায় ৩ স্থায়ী স্থাপনাসহ মোট ৩০টি স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
আজ (মঙ্গলবার) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুনিরুজ্জামানের নেতৃত্বে মতিঝিল মেঘনা পাম্প এর পাশে প্রস্তাবিত প্রাথমিক বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রে নির্মাণের জায়গায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখানে একটি শ্রমিক সংগঠনের আঞ্চলিক কার্যালয় গুঁড়িয়ে দেয়া হয়।
ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুজ্জামান পরে বাসাবো-কদমতলা ওয়াসা রোডের খালি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেম। এ সময় সেখানে একটি স্থায়ী স্থাপনাসহ প্রায় আটাশটি অস্থায়ী অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেন।
উচ্ছেদ পরবর্তী দখলমুক্ত এসব খালি জায়গা কর্পোরেশনের প্রকৌশল বিভাগকে বুঝিয়ে দেয়া হয়। অভিযানকালে কর্পোরেশনের জায়গায় অবৈধ দোকান ও মালামাল রাখায় ৫টি মামলা করে মোট উনিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বাসস/সবি/এমএসএইচ/২৩২০/-এবিএইচ