ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় নিহত শিশুদের জানাজার পর বিক্ষোভ

391

সাদা (ইয়েমেন), ১৪ আগস্ট, ২০১৮ (বাসস) : ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় নিহত শিশুদের জানাজা শেষে সোমবার রিয়াদ ও ওয়াশিংটনের বিরুদ্ধে কয়েক হাজার লোক ব্যাপক বিক্ষোভ করেছে।
ইন্টারন্যাশনাল কমিটি অব রেডক্রস জানায়, সাদা প্রদেশের দাহইয়ানের একটি জনাকীর্ণ বাজারে একটি বাসে বৃহস্পতিবারের ওই বিমান হামলায় অন্তত ২৯ শিশু মারা গেছে।
সাদা নগরীতে অনুষ্ঠিত জানাজায় বিপুলসংখ্যক লোকের উপস্থিতি ছিল। এলাকাটি ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের একটি শক্ত ঘাঁটি। খবর বার্তা সংস্থা এএফপি’র।
নগরীর একটি বড় চত্বরে প্রায় ৫০টি গাড়িতে করে লাশবাহী কফিনগুলো নিয়ে আসা হয়।
কফিনগুলো সবুজ কাপড়ে মোড়ানো ছিল। মাটিতে নিহতদের ছবি সারিবদ্ধভাবে সাজানো ছিল।
এ সময় সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। নিহত শিশুদের আত্মীয় ও প্রিয়জনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। এরপর নিহতদের জানাজা পড়া হয়।
জানাজা শেষে মুসুল্লিরা শিশুদের ছবি তুলে ধরে সৌদি আরব ও তার প্রধান মিত্র ও অস্ত্র সরবরাহকারী দেশ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্লোগান দেয়।
কয়েকটি ব্যানারে লিখা ছিল, ‘আমেরিকা ইয়েমেনী শিশুদের হত্যা করেছে।’
২০১৫ সাল থেকে সৌদি নেতৃত্বাধীন জোট প্রেসিডেন্ট আবদেরাব্বো মানসুর হাদির সরকারের সমর্থনে হুতিদের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে।