নীলফামারীতে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সেমিনার

531

নীলফামারী, ৯ জানুয়ারি, ২০২১ (বাসস): জেলায় আজ দেশীয় শিল্পের স্বার্থ সংরক্ষণে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের ভূমিকা এবং শুল্ক সংক্রান্ত সহায়তা বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ১০টা থেকে দুপুর দুইটা পর্যন্ত নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজের সম্মেলনকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ও সচিব মুনশী শাহাবুদ্দীন আহমেদ।
নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি মো. মারুফ জামান-এর সভাপতিত্বে এবং
বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সদস্য শাহ মো. আবু রায়হান আল বেরুনীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রংপুরে স্থানীয় সরকার বিভাগের পরিচালক মো. ইব্রাহিম খান, নীলফামারীর জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী, রংপুর বিভাগীয় কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট মো. শওকত আলী সাদী, নীলফামারী শিল্প ও বণিক সমিতির জেষ্ঠ সহসভাপতি ফরহানুল হক প্রমুখ।
সেমিনারে মুলপ্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের সহকারী প্রধান মো. মাহমুদুল হাসান।