মহারাষ্ট্রের একটি হাসপাতালে আগুনে ১০ শিশুর প্রাণহানি

511

মুম্বাই, ৯ জানুয়ারি, ২০২১ (বাসস ডেস্ক) : ভারতের মহারাষ্ট্র রাজ্যের একটি হাসপাতালের নবজাতক ইউনিটে আগুন লেগে ১০ শিশু প্রাণ হারিয়েছে।
রাজ্যের ভান্ডারা জেনারেল হাসপাতালে শনিবার ভোরে এ দুর্ঘটনা ঘটেছে বলে সিনিয়র এক চিকিৎসক জানিয়েছেন। খবর এএফপি’র
প্রমোদ খানদেত নামের ওই চিকিৎসক আরো জানান, স্টাফরা সাত নবজাতককে উদ্ধারে সক্ষম হয়েছে। কিন্তু আরো ১০ শিশুকে উদ্ধারের আগেই তাদের পিছু হটতে হয়েছে।
মারা যাওয়া সকল শিশু মাত্র কয়েকদিন থেকে তিন মাস বয়সী।
খানদেত জানান, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। স্টাফরা যত দ্রুত সম্ভব আগুন নেভাতে সক্ষম হয়েছে। শিশু গুলো ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে।
কর্তব্যরত একজন নার্স নবজাতক ইউনিট থেকে ধোঁয়া উঠতে দেখে অন্যদের খবর দেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে একে খুবই মর্মান্তিক বলে উল্লেখ করেছেন। কর্তৃপক্ষ ঘটনা তদন্তে অবিলম্বে তদন্তের নির্দেশ দিয়েছে।