শোক দিবস উপলক্ষে চিকিৎসকরা প্রাইভেট চেম্বারে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করবেন

302

ঢাকা, ১৩ আগস্ট ২০১৮ (বাসস) : স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট চিকিৎসকরা প্রাইভেট চেম্বারে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করবেন।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আগামী ১৫ আগস্ট বাংলাদেশের সকল সরকারী এবং বেসরকারী চিকিৎসকরা প্রাইভেট চেম্বারে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করবেন। ফেডারেশন অব মেডিকেল সোসাইটি অব বাংলাদেশের পক্ষ্য থেকে সকল চিকিৎসককে শোকাবহ এই দিনের প্রতি যথাযোগ্য সন্মান প্রদর্শন পূর্বক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।
সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের সাথে ফেডারেশন অব মেডিকেল সোসাইটি অব বাংলাদেশের নেতৃত্বে বৃন্দের সাথে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।