উড়ন্ত সূচনা সাকিবের হায়দারাবাদের

1066

হায়দারাবাদ, ১০ এপ্রিল, ২০১৮ (বাসস) : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-২০ ক্রিকেটের এগারতম আসরে উড়ন্ত সূচনা করলো সাকিব আল হাসানের দল সানরাইজার্স হায়দারাবাদ। গতরাতে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে হায়দারাবাদ ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে রাজস্থান রয়্যালসকে।
নিজেদের মাঠে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় হায়দারাবাদ। ব্যাটিং-এ নেমে হায়দারবাদের বোলারদের তোপ পড়ে রাজস্থান। তারপরও সানজু স্যামসনের ৪৯ রানের কল্যাণে ২০ ওভারে ৯ উইকেটে ১২৫ রান করতে পারে রাজস্থান। এছাড়াও দলের পক্ষে শ্রেয়াস গোপাল ১৮ ও রাহুল ত্রিপাথি ১৭ রান করেন। হায়দারাবাদের সাকিব ২৩ রানে ২টি ও সিদ্বার্থ কাউল ১৭ রানে ২ উইকেট নেন।
জবাবে ওপেনার শিখর ধাওয়ানের দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্যে ২৫ বল হাতে রেখেই জয় তুলে নেয় হায়দারাবাদ। ১৩টি চার ও ১টি ছক্কায় ৫৭ বল মোকাবেলা করে অপরাজিত ৭৮ রান করেন ধাওয়ান। এছাড়া অধিনায়ক কেন উইলিয়ামসন ৩৫ বলে অপরাজিত ৩৬ রান করেন। ম্যাচের সেরা হয়েছেন হায়দারাবাদের ধাওয়ান।