গত দুই বছরে দেশে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড হয়েছে

597

ঢাকা, ৭ জানুয়ারি, ২০২১ (বাসস) : প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে গত দুই বছরে বাংলাদেশে ব্যাপক উন্নয়নমূলক কর্মকান্ড হয়েছে। সরকার তার নির্বাচনী ইশতেহারের সাথে সামঞ্জস্য রেখে উন্নয়ন প্রকল্পসমূহ, বিশেষত পদ্মা সেতু ও মেট্রোরেলের মতো মেগা প্রকল্পসমূহ গ্রহণ করেছে, যাতে বাংলাদেশ ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশ গঠনের প্রতিশ্রুতি রয়েছে।
গত দু’বছরে (২০১৯ ও ২০২০) আওয়ামী লীগ সরকারের উল্লেখযোগ্য সাফল্যের মধ্যে রয়েছে:
– সকল জাতীয় ও আন্তর্জাতিক বাঁধা অতিক্রম করে মূল পদ্মা সেতুর কাজ সম্পন্ন।
– বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে বেসরকারি টিভি চ্যানেলসমূহের সম্প্রচারে শুরু।
– বাংলাদেশকে উন্নত বিশ্বের মত এগিয়ে নিতে নেওয়া হয়েছে ১০০ বছরের ডেল্টা প্ল্যান।
– ২০১৯ শিক্ষাবর্ষে বিনামূল্য বিতরণ করা হয়েছে ৩৫ কোটি ২১ লাখ বই এবং ২০২০ সালে বিতরণ করা হয়েছে ৩৫ কোটি ৩৯ লাখ বই।
– বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয় ২০৬৪ মার্কিন ডলার।
– বর্তমান গড় আয়ু বেড়ে দাঁড়িয়েছে ৭২.৬ বছর।
– বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪২ দশমিক ০৯ বিলিয়ন ডলার।
– বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো রেমিটেন্সে ২% প্রণোদনা দেয়া শুরু করেছে সরকার।
– রেমিটেন্স : কোভিড-১৯ মহামারীর বছরে অর্থনীতি চুপসে গেলেও রেমিটেন্সে গতি ছিল; ২০১৯ সালের চেয়েও ২০ সালে ২০ শতাংশ বেশি অর্থ পাঠিয়েছেন প্রবাসীরা। ২০২০ সালে ২ হাজার ১৭৪ কোটি ১৮ লাখ (২১.৭৪ বিলিয়ন) ডলার রেমিটেন্স দেশে এসেছে।
– ই-পাসপোর্ট সেবা চালু করা হয়েছে।
– বর্তমানে বিদ্যুৎ উৎপাদনের স্বক্ষমতা ২৪,৪২১ মেগাওয়াট। বিদ্যুৎ সুবিধাপ্রাপ্ত জনগোষ্ঠী: ৯৯% ।
– ২০১৯-২০২০ অর্থ বছরে চাল উৎপাদনের পরিমাণ ৩ কোটি ৫৮ লাখ ৫০ হাজার টন।
– বঙ্গবন্ধু টানেলের কাজ ৬০% শেষ হয়েছে।
– মেট্রোরেল প্রকল্পের সার্বিক অগ্রগতি ৫০% ।
– রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ ৩০% সম্পন্ন।
– হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজ শুরু হয়েছে।
– বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে ড্যাশ ৮-৪০০ ‘গ্রুবতারা’ যুক্ত হয়েছে।
– গাঙচিল, সোনার তরী, অচিন পাখি, সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত ৩টি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজ যুক্ত হয়েছে বাংলাদেশ বিমানে।
– সমুদ্রসীমা সুরক্ষায় নৌবাহিনীতে ৩টি আধুনিক যুদ্ধ জাহাজ ও দুইটি জরিপ জাহাজ যুক্ত করা হয়েছে।
– বৈশ্বিক সূচকে সাইবার নিরাপত্তায় আট ধাপ এগিয়ে ৬৫তম স্থানে বাংলাদেশ।
– ২১ জেলায় ডিজিটাল রেকর্ড রুম চালু করা হয়েছে।
– অর্থনৈতিক অঞ্চল : সারাদেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল নির্মাণ করা হচ্ছে যেখানে কর্মসংস্থান হবে ১ কোটি মানুষের।
– কৃষি খামার যান্ত্রিকীকরণে ৩ হাজার ১৯৮ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে।
– দেশের শিল্প খাতে সহজে পুঁজির জোগান নিশ্চিত করতে ঋণের সুদহার সিঙ্গেল ডিজিটে নির্ধারণ।
– ক্যাসিনো ও দুর্নীতিবিরোধী অভিযান।
– শিক্ষার্থীদের আন্দোলনে দেশের মানুষের প্রত্যাশা ছিল একটি যুগোপযোগী সড়ক আইন প্রণয়ন, ২০১৯ সালে আইনটি বাস্তবায়ন শুরু করেছে সরকার।
– ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড এবং বিচার কাজ ১৮০ দিনের মধ্যে শেষ করার বিধান রেখে আইন সংশোধন।
– পর্যটন খাতের উন্নয়নে জন্য ৮০০ স্থান নির্ধারণ করে কর্মপরিকল্পনা গ্রহণ।
– দেশের ৬৬ টি পৌরসভায় পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৩ হাজার ৪০টি ক্ল্যাট নির্মাণ প্রকল্প গ্রহণ।