বাইডেনের জয়কে স্বীকৃতি দিতে পুনরায় বসেছে মার্কিন সিনেট অধিবেশন

410

ওয়াশিংটন, ৭ জানুয়ারি, ২০২১ (বাসস ডেস্ক) : যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট জোবাইডেনের জয়কে স্বীকৃতি দিতে বুধবার রাতে সিনেট অধিবেশন আবারো শুরু হয়েছে।
ক্যাপিটল ভবনে ট্রাম্পের উগ্রপন্থী সমর্থকদের সহিংস হামলার পর অধিবেশন স্থগিত হয়ে যায়।
সিনেট অধিবেশন পুনরায় শুরু করে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেন, অধিবেশনে আমরা সমবেত হলে বিশ্ব পুনরায় আমাদের গণতন্ত্রের সহনশীলতা ও শক্তিমত্তা প্রত্যক্ষ করবে।
তিনি আরো বলেন, যারা আজ ক্যাপিটল হিলে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তারা জয়ী হবে না। সহিংসতা কখনও জয়ী হয় না।
ক্যাপিটল হিলকে তিনি এখনও জনগণের হাউজ বলে উল্লেখ করেন।