নাটোরে ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রম শুরু

1329

নাটোর, ৫ জানুয়ারি, ২০২১ (বাসস) : জেলায় ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রম শুরু হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় নাটোর সদর উপজেলার বড়হরিশপুর ইউনিয়নে এ কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে মত বিনিময় সভার আয়োজন করা হয়।
এসময় বক্তারা বলেন, নতুন ভূমি জরিপ কার্যক্রম সমাধা হলে জমি সংক্রান্ত যাবতীয় জটিলতার নিরসন হবে। এ কার্যক্রমের মধ্যে দিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ার কাংখিত লক্ষ্যে আমরা আরো একধাপ এগিয়ে যাব।
এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় জোনাল সেটেলমেন্ট অফিসার সিতারা বেগম। নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর সেটেলমেন্ট অফিসের চার্জ অফিসার তামান্না নাসরিন উর্মী, নাটোর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ রনী খাতুন, বড়হরিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান গনি ভূঁঞয়া
নাটোর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ রনী খাতুন বাসস’কে জানান, ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রচারণা কার্যক্রমের অংশ হিসেবে এ মত বিনিময় সভার আয়োজন করা হয়। বড়হরিশপুর ইউনিয়নের এ জরিপ কার্যক্রমে চারজন সার্ভেয়ার এবং তাদের সহকারীবৃন্দ মাঠ পর্যায়ে কাজ করবেন। রাজশাহী জোনাল সেটেলমেন্ট অফিসের তত্ত্বাবধানে নাটোর সদর উপজেলা প্রশাসন, নাটোর সেটেলমেন্ট অফিস এবং ইউনিয়ন ভূমি অফিস এ কার্যক্রমে সহায়তা প্রদান করবে।