সিরিয়ায় সন্ত্রাসী হামলায় ৭ সেনাসহ ৯ জন নিহত

379

বৈরুত, ৪ জানুয়ারি, ২০২১ (বাসস ডেস্ক) : সিরিয়ায় বাসে সন্ত্রাসী হামলায় সাতজন সরকারি সেনাসহ কমপক্ষে নয়জন নিহত হয়েছে। ব্রিটেন ভিত্তিক একটি যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা রোববার একথা জানায়। খবর এএফপি’র।
সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, হামলায় উত্তরের শহর রাক্কা থেকে রাজধানী দামেস্কে চলাচলে নিয়োজিত যানবাহনটি লক্ষ্য করে পরিচালিত ওই হামলায় দু’জন বেসামরিক নাগরিকও নিহত এবং অপর অন্তত: ১৬ জন আহত হয়েছে।
এসওএইচআর-এর পরিচালক রামি আবদেল রহমান এএফপিকে বলেছেন, সেনা ও সম্ভবত তাদের কিছু আত্মীয়স্বজনবাহী একটি বাসকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এক সপ্তাহের কম সময় মধ্যে এটি একই ধরণের দ্বিতীয় হামলা। তবে সিরিয়ার সরকারী বার্তা সংস্থা সানা বলেছে, ওই সন্ত্রাসী হামলায় নিহত নয়জনই বেসামরিক নাগরিক।
এখনো পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি। গত মাসে পূর্বাঞ্চলীয় দেইর এজোর প্রদেশে ইসলামিক স্টেটের এক হামলায় আট কর্মকর্তাসহ প্রায় ৪০ সেনা সদস্য নিহত হয়।