বাজিস-১ : মেহেরপুরে জাতীয় শোক দিবসের বিভিন্ন কর্মসূচি

214

বাজিস-১
মেহেরপুর-কর্মসূচি
মেহেরপুরে জাতীয় শোক দিবসের বিভিন্ন কর্মসূচি
মেহেরপুর, ১৩ আগস্ট ২০১৮ (বাসস) : জাতির পিতার ৪৩তম শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে মেরেহপুর জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। ১৪ আগস্ট বেলা ১১টায় শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, ১৫ আগস্ট সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত ভবন, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, সকাল ৯টায় শোকর‌্যালি, সাড়ে ৯টায় পুষ্পস্তবক অর্পণ, ৯.৪৫ মিনিটে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, ১০টায় বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বাদ যোহার সকল মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত, সুবিধাজনক সময়ে সকল ধর্মীয় উপাসনালয়ে বঙ্গবন্ধুর বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা, সন্ধ্যা সাড়ে ৭টায় প্রামাণ্য চিত্র প্রদশনী এবং সুবিধাজনক সময়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনাসভা,কবিতা আবৃতি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, হাম-নাত মিলাদ মাহফিলের কর্মসূচি নেওয়া হয়েছে বলে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন জানান।
বাসস/সংবাদদাতা/মরপা/১৬০০/মোজা/মরপা