সার্ক স্টাটিসটিক্যাল অর্গানইজেশনের বৈঠক আগামীকাল শুরু হবে

306

ঢাকা, ১০ এপ্রিল, ২০১৮ (বাসস) : রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে আগামকাল ১১ থেকে ১৩ এপ্রিল তিন দিন সার্ক-স্টাটিসটিক্যাল অর্গানাইজেশনের (সার্ক এসটিএটি) প্রধানদের ৯ম সভা অনুষ্ঠিত হবে। সভার মূল প্রতিপাদ্য হচ্ছে ‘জেন্ডার স্টাটিসটিকস’।
উদ্বোধনী অনুষ্ঠানে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ভারপ্রাপ্ত সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্তী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ধাকবেন। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
সার্কভুক্ত ৮টি দেশের মধ্যে আফগানিস্তান ছাড়া ৭টি দেশ এবং উন্নয়ন সহযোগী প্যারিস ২১ এবং আরএসডিএ (রিজিওনাল স্ট্রাটেজি ফর ডেভেলপমেন্ট অব স্টাটিসটিকস) এ সভায় অংশ নিচ্ছে।
সভায় সার্কের ৮টি দেশের সমন্বয়ে গঠিত সার্ক এসটিএটিকে আরো কার্যকর ও শক্তিশালী করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা হবে।