করোনা : ব্যাংককে আংশিক লকডাউন

583

ব্যাংকক, ২ জানুয়ারি, ২০২১ (বাসস ডেস্ক) : থাইল্যান্ডে বেড়ে যাওয়া করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আংশিক লকডাউন জারি করা হয়েছে। শনিবার থেকে এ লকডাউন কার্যকর হচ্ছে।
নতুনভাবে জারি করা এ লকডাউনের কারণে ব্যাংককের জমজমাট রাত হয়ে যাবে নি:শব্দ, প্রাণহীন। কারণ- বার, নাইটক্লাব, রেস্টুরেন্ট ও এলকোহল বিক্রি বন্ধ থাকবে। এছাড়া বক্সিং স্টেডিয়াম, কক ফাইটিং রিং ও ম্যাসেজ পার্লারও বন্ধ থাকবে।
সরকারি স্কুলসমূহও দুই সপ্তাহের জন্য বন্ধ রাখা হচেছ।
থাইল্যান্ডের কোভিড-১৯ টাস্কফোর্সের মুখপাত্র তওসিন ভিসানুয়োথিন বলেছেন, আমরা লকডাউন কিংবা কারফিউ’র মতো চূড়ান্ত পদক্ষেপে যাচ্ছি না। কিন্তু নতুন করে বেড়ে যাওয়া সংক্রমণ ঠেকাতে অধিকতর কঠোর পদক্ষেপ প্রয়োজন।
দেশব্যাপী আংশিক এ লকডাউন ৪ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত বলবৎ থাকবে।
থাইল্যান্ডে গত জানুয়ারিতে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পরও নভেম্বরে মোট আক্রান্তের সংখ্যা চার হাজারের কম ছিল। কিন্তু গত মাসে সি ফুড মার্কেট থেকে করোনার সংক্রমণ তীব্রভাবে ছড়াতে শুরু করে।
দেশটির ৭৫টি প্রদেশের ৫৩টিতে করোনা শনাক্ত হয়েছে। শনিবার আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ৭ হাজার ৩শ’ জনে।