লকডাউন চলাকালে ঘুরে বেড়ানোর ছবি প্রকাশের পর কানাডার আইন প্রণেতার পদত্যাগ

553

অটোয়া, ১ জানুয়ারি, ২০২১ (বাসস ডেস্ক) : কানাডার এক আইন প্রণেতা বৃহস্পতিবার পদত্যাগ করেছেন। মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়ার লাগাম টেনে ধরতে আরোতিপ কঠোর লকডাউন চলাকালে অপ্রয়োজনীয় ভ্রমণ পরিহারে দেশবাসীকে আহ্বান জানানোর পর পারিবারিকভাবে ক্যারিবীয় এলাকায় ঘুরতে যাওয়ার ছবি প্রকাশ পাওয়ায় তিনি পদত্যাগ করলেন। খবর এএফপি’র।
টরন্টো বিমানবন্দরে পৌঁছানোর পর অন্টারিওসের অর্থমন্ত্রী রড ফিলিপস তার এ বড় ভুলের জন্য ক্ষমা চেয়ে বলেন, ‘এই কঠোর লকডাউন চলাকালে যেখানে আমরা সকলে ঘরে বন্দি, কাউরো ঘুরতে বের হওয়া উচিত না সেখানে আমার এই ভ্রমণে বের হওয়ার কোন অজুহাত নেই এবং এটি ক্ষমারও অযোগ্য।’
এর কয়েক ঘণ্টা পর অন্টারিও’র প্রধানমন্ত্রী ডাগ ফোর্ড বলেন, তিনি ফিলিপস’র পদত্যাগ পত্র গ্রহণ করেছেন।