বাসস বিদেশ-২ : ইকুয়েডোরে বাস দুর্ঘটনায় নিহত ১০, আহত ৩৫

373

বাসস বিদেশ-২
ইকুয়েডোর-দুর্ঘটনা
ইকুয়েডোরে বাস দুর্ঘটনায় নিহত ১০, আহত ৩৫
কুইটো, ১৩ আগস্ট, ২০১৮ (বাসস ডেস্ক) : ইকুয়েডোরে রোববার একটি বাস দুর্ঘটনায় ১০ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছে। বাসটিতে দেশটির সবচেয়ে জনপ্রিয় ফুটবল ক্লাব বার্সেলোনা এস. সি’র সমর্থকরা ছিল। ট্রাফিক পুলিশ একথা জানিয়েছে।
স্থানীয় একটি টুর্নামেন্টের ম্যাচ শেষে বাসটি দক্ষিণাঞ্চলীয় নগরী কুয়েঙ্কা থেকে উপকূলীয় নগরী গুয়াইয়াকুইল নগরীতে যাচ্ছিল। বার্লেলোনা গুয়াইয়াকুইল ভিত্তিক একটি ফুটবল দল।
ইকুয়েডোরের ট্রানজিট কমিশন এক বিবৃতিতে জানায়, বাসটি দৃশ্যত নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে উল্টে যায়।
জাতীয় দলের সাবেক গোলকিপার ও বার্সেলোনার সভাপতি জোস ফ্রান্সিসকো কেভালস টুইটারে বলেন, ‘আমরা আমাদের সমর্থকদের দুর্ঘটনার খবরে গভীর দুঃখ পেয়েছি।’
কর্মকর্তারা বলেন, বাসটির অতি সম্প্রতি নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল।
বাসস/কেএআর/১১৩৫/আরজি