মুজিব বর্ষ জাতীয় তায়কোয়ান্দোর চ্যাম্পিয়ন সেনা ও আনসার

441

ঢাকা, ৩০ ডিসেম্বর ২০২০ (বাসস) : মুজিববর্ষ জাতীয় তায়কোয়ান্দো সিনিয়র পুরুষ বিভাগে বাংলাদেশ সেনাবাহিনী এবং নারী বিভাগে বাংলাদেশ আনসার চ্যাম্পিয়ন হয়েছে।
আজ জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাসিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় পুরুষদের সিনিয়র বিভাগে ছয়টি স্বর্ণ ও দু’টি রুপা জিতে সেরা হয়েছে সেনাবাহিনী। দু’টি স্বর্ণ ও ছয়টি রুপা জিতে রানার্সআপ হয় বাংলাদেশ আনসার।
সিনিয়র নারী বিভাগে ছয়টি স্বর্ণ ও দু’টি রুপা জিতে চ্যাম্পিয়ন হয় আনসার। দু’টি স্বর্ণ ও পাঁচটি রুপা জিতে রানার্সআপ হয়েছে সেনাবাহিনী।
জুনিয়র পুরুষ বিভাগে ১০টি স্বর্ণ ও একটি রুপা জিতে বিকেএসপি চ্যাম্পিয়ন এবং তিনটি স্বর্ণ ও সাতটি ব্রোঞ্জ জিতে রানার্সআপ হয় সিরাজগঞ্জ। জুনিয়র নারী বিভাগে কুমিল্লা পাঁচটি স্বর্ণ এবং দু’টি করে রুপা ও ব্রোঞ্জ জিতে চ্যাম্পিয়ন হয়েছে। এতে চারটি করে স্বর্ণ ও রুপা এবং দু’টি ব্রোঞ্জ জিতে রানার্সআপ হয় রাজশাহী।
খেলা শেষে আজ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া সচিব আকতার হোসেন। অতিরিক্ত সচিব আবদুল করিম ও আনসারের সহকারী পরিচালক রায়হান উদ্দিন ফকির এ সময় উপস্থিত ছিলেন।