তেতুলিয়া নদী থেকে জাটকা ও চিংড়ি রেনুসহ আটক ২

311

ভোলা, ১০ এপ্রিল, ২০১৮ (বাসস) : জেলা সদরের তেতুলীয়া নদী থেকে আজ সকাল ১০টায় কোস্টগার্ড সদস্যরা ৫০ মণ জাটকা (ছোট ইলিশ) ও ৬০ হাজার পিস চিংড়ির রেনু পোনাসহ ২ জনকে আটক করেছে। দক্ষিণ দিঘলদী ইউনিয়নের বালিয়া এলাকা সংলগ্ন তেতুলীয়া নদী থেকে ২টি ট্রলারসহ নিরব (২৫) ও সজিবকে (২৪) আটক করা হয়। দুপুরে আটকদের নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মো: আব্দুল্লাহ আল মামুনের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক ২ জনকে ২ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করেন।
কোস্টগার্ডের ল্যাফটেনেন্ট কমান্ডর নুরুজ্জামান শেখ জানান, উদ্ধারকৃত জাটকা ও চিংড়ি রেনু বরিশালের উদ্দেশ্যে পাচার করার জন্য আনা হয়েছিল। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে চিংড়ি রেনু তেতুলীয়া নদীতে অবমুক্ত করা হয়। এছাড়া জাটকা দুস্থ ও অসহায়দের মাঝে বিলিয়ে দেয়া হয়েছে।