বাসস বিদেশ-১০ : মিশরের এক হাসপাতালে অগ্নিকান্ডে ৭ করোনা রোগীর মৃত্যু

279

বাসস বিদেশ-১০
ভাইরাস-মিশর- আগুন
মিশরের এক হাসপাতালে অগ্নিকান্ডে ৭ করোনা রোগীর মৃত্যু
কায়রো, ২৭ ডিসেম্বর, ২০২০ (বাসস ডেস্ক) : কায়রোর উত্তরে এক হাসপাতালে শনিবার এক অগ্নিকান্ডে সাতজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী মারা গেছে।
দেশটির নিরাপত্তা ও বিচারিক সূত্র এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
সূত্র জানায় কায়রোর উপকণ্ঠে ওবুর জেলার ওই হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে অগ্নিকান্ডের এই ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছে।
প্রসিকিউটররা ঘটনার তদন্ত শুরু করেছে উল্লেখ করে সূত্রটি আরো জানিয়েছে যে, তাৎক্ষণিকভাবে এই অগ্নিকা-ের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
মিশরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৭ হাজার ৩০৯ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে ১৩০,১২৬ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে।
উত্তর আফ্রিকার দেশগুলির, স্বাস্থ্য ব্যবস্থাগুলি, অন্যান্য স্থানের মতোই ক্রমবর্ধমান সংক্রমণে সংকটে পড়েছে। জুন মাসে মিশরের উপকূলীয় শহর আলেকজান্দ্রিয়ার এক হাসপাতালে আগুন লেগে সাত করোনভাইরাস রোগীর মৃত্যু ও আরো সাতজন আহত হয়।
বাসস/ অনু- জেজেড/২১২০/-কেএটি