কানাডায় প্রথম নতুন ধরণের করোনাভাইরাস শনাক্ত

634

মন্ট্রিল, ২৭ ডিসেম্বর, ২০২০ (বাসস ডেস্ক) : কানাডায় সম্প্রতি বৃটেন থেকে ফেরা দুই জনের শরীরে নতুন ধরণের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। স্বাস্থ্য কর্তৃপক্ষ শনিবার এ কথা জানায়।
অন্টারিওর’র ভারপ্রাপ্ত মেডিকেল প্রধান বারবারা ইয়্যাফ এক বিবৃতিতে জানান, ইংল্যান্ডের ডারহাম থেকে ফেরা আক্রান্ত দম্পতির ভ্রমণ বৃত্তান্তে উচ্চঝুঁকির সংস্পর্শে আসার বিবরণ পাওয়া যায়নি।
বিবৃতিতে বলা হয়, এই দম্পতিকে আলাদা করে রাখা হয়েছে,অন্টারিও প্রদেশে সংক্রমন বৃদ্ধি পাওয়ায় ডিসেম্বরের শুরু থেকে পুনরায় লকডাউন কার্যকর করা হয়।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বুধবার বলেছেন, ব্রিটেনে করোনা স্ট্রেন না কমায় ৬ জানুয়ারি পর্যন্ত বৃটেন থেকে যাত্রীবাহী ফ্লাইট স্থগিত থাকবে।
ইয়্যাফ বলেন, অন্টারিওবাসীকে ঘরে থাকতে হবে,আজ থেকে প্রদেশব্যাপী লকডাউন কার্যকর হবে।
কানাডার জনবহুল প্রদেশ অন্টারিও’র দক্ষিণাঞ্চলে ২৮ দিন এবং উত্তরাঞ্চলে ১৮ দিন লকডাউন কার্যকর থাকবে।
কানাডায় ৫ লাখ ৩৪ হাজার লোক করোনা আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ১৪ হাজার ৭০০ বেশী লোক।