বাসস দেশ-৩২ : হবিগঞ্জের বাহুবলে মাদক বিরোধী অভিযানে চারব্যক্তির কারাদন্ড

308

বাসস দেশ-৩২
হবিগঞ্জ-অভিযান
হবিগঞ্জের বাহুবলে মাদক বিরোধী অভিযানে চারব্যক্তির কারাদন্ড
হবিগঞ্জ, ২৬ ডিসেম্বর ২০২০ (বাসস): জেলার বাহুবল উপজেলায় আজ পুটিজুরী ইউনিয়নের বৃন্দাবন চা বাগানের মোকামটিলা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে একনারী সহ চারব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ শনিবার বিকালে ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করেন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা তালুকদার।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, অভিযানকালে গাঁজা ক্রয়-বিক্রয়ের দায়ে বৃন্দাবন চা বাগানের মাহিন্দ্র কর্মকারের পুত্র অনিক কর্মকারকে (২৮) ছয়মাসের কারাদন্ড ও একশ’ টাকা জরিমানা এবং চকমন্ডলকাপন গ্রামের তাজউল্লাহ মিয়ার পুত্র ফজলু মিয়া (৩০) ও যাদবপুর গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে এখলাস মিয়াকে (৩০) ১৫ দিনের কারাদন্ড ও একশ’ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও অবৈধভাবে মদ প্রস্তুত ও বিক্রির দায়ে শ্যামলী কর্মকার (৪৫) নামের একনারীকে ১৫ দিনের কারাদন্ড ও একশ’ টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা  স্নিগ্ধা তালুকদার জানান, শনিবার সন্ধ্যায় দন্ডাদেশপ্রাপ্ত চারজনকে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
অভিযানকালে জেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ মুহাম্মদ খালেদুল করিমসহ আইনশৃঙ্খলা রক্ষাকরী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বাসস/এনডি/সংবাদদাতা/২১৩০/এমকে