বর্ষবরণ উপলক্ষে লক্ষ্মীপুরে ব্যাপক কর্মসূচি গ্রহণ

356

লক্ষ্মীপুর, ১০ এপ্রিল, ২০১৮ (বাসস) : বাঙ্গালীর ঐতিহ্য পহেলা বৈশাখ বাংলা নববর্ষ- ১৪২৫ যথাযোগ্য মর্যাদায় উৎসবমুখর পরিবেশে উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন। সাপ্রতিক জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পালের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভা এসব সিদ্ধান্ত গৃহীত হয়। এসময় তিনি বলেন বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহাজান কামাল। পহেলা বৈশাখ সকাল ৭টায় কালেক্টরেট ভবন প্রাঙ্গণ হতে জেলা স্টেডিয়াম পর্যন্ত বর্ণাঢ্যর‌্যালি ও মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। মঙ্গল শোভাযাত্রা, গ্রাম বাংলার ঐহিত্যবাহী গরুর গাড়ী, পালকি, হাতি, জেলে, কামার, তাঁতী, কৃষক সৌন্দর্যবর্ধনের জন্য তারা বিভিন্ন সজ্জিত থাকবে। লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে সকাল ৭টায় ৩০ মিনিট হইতে ৮টায় ৩০ মিনিট পর্যন্ত বর্ষবরণ অনুষ্ঠান করবে। জেলা শিল্প কলা একাডেমির আয়োজনে সকাল ৮টায় ৩০ মিনিট থেকে ১০টায় ৩০ মিনিট পর্যন্ত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। নববর্ষ উদযাপন উপলক্ষে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত লোক সংগীত, লোক নৃত্য, শিশুদের চিত্রাংকন, যেমন খুশি তেমন সাজো, হাঁড়ি ভাঙ্গা, মোরগ লড়াই প্রতিযোগিতার আয়োজন করবে লক্ষ্মীপুর শিশু একাডেমি। অনুষ্ঠানস্থলে বর্ষবরণ উৎসবের পূর্বে মেডিকেল টিম খাবার পরীক্ষা করবে। পর্যাপ্ত পরিমান বিশুদ্ধ খাবার পানি সরবরাহ নিশ্চিত করা হবে। সার্বক্ষণিক মেডিকেল টিম ও এ্যাম্বুলেন্স রাখা হবে। মোবাইল টয়লেট স্থাপন করা হবে। অনুষ্ঠান সফল করতে নিরাপত্তার জন্য বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনী ও পুলিশ ফোর্স মোতায়েন থাকবে বলে জানান পুলিশ সুপার আ.স.ম মাহাতাব উদ্দিন। অনুষ্ঠানে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ করা হবে। অগ্নিনির্বাপণমূলক ব্যবস্থা নিশ্চিত করা হবে। জেলা সদরের প্রধান প্রধান সড়ক আলপনা দিয়ে সু-সজ্জিত করা হবে হবে। সদর উপজেলা ব্যতীত জেলার অন্য চার উপজেলা বাংলা নববর্ষ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হবে। এ অনুষ্ঠান কে ঘিরে উপ-কমিটি গুলো পৃথক-পৃথক প্রস্তুতিমুলক সভা করেছে। র‌্যালির শৃংঙ্খলা বজায় রাখার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এনজিও কর্মী, রেডক্রিসেন্ট, লক্ষ্মীপুর সরকারি কলেজ ও লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের রোভার স্কাউটস ও বি.এন.সি.সি সদস্য এবং পি.টি.আই ট্রেইনারগণ সহায়তা করবেন।
বাংলা নববর্ষ কর্মসূচি সুষ্ঠভাবে বাস্তবায়নের জন্য ৫টি উপ-কমিটি গঠন করা হয়েছে বলে জানান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম।