সাড়ে ৬ কোটি ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন কিনবে মরক্কো

374

রাবাত, ২৫ ডিসেম্বর, ২০২০ (বাসস ডেস্ক) : মরক্কো দু’টি সরবরাহ প্রতিষ্ঠান থেকে সাড়ে ৬ কোটি ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন কেনা নিশ্চিত করেছে। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদের সাপ্তাহিক বৈঠক চলাকালে স্বাস্থ্যমন্ত্রী খালিদ আইত তালিব এমন কথা জানান। খবর সিনহুয়ার।
উত্তর আফ্রিকার এ দেশের লক্ষ্য হচ্ছে দেশটির মোট জনসংখ্যার ৮০ শতাংশ বা আড়াই কোটি মানুষকে টিকা দেয়া।
মন্ত্রী জানান, চীনের সিনোফার্মা ও ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং অ্যাস্ট্রাজেনেকার তৈরি দুই ভ্যাকসিন পাওয়া মরক্কো নিশ্চিত করেছে।
আইত তালিব জানান, টিকাদান কর্মসূচির প্রস্তুতির কাজ অনেক ধাপ এগিয়ে গেছে। তিনি আরো জানান, লক্ষ্যের আওতায় থাকা সকল জনসাধারণকে বিনা মূল্যে এসব টিকা দেয়া হবে।
মরক্কো বুধবার থেকে সান্ধ্য আইন জারি করেছে। কোভিড-১৯ মহামারি ছড়িয়ে পড়ার লাগাম টেনে ধরতে ১৩ জানুয়ারি পর্যন্ত রাত ৯ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত এ কারফিউ বলবৎ থাকবে।
মরক্কোতে বৃহস্পতিবার নতুন করে ২ হাজার ৬৫০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এনিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ৪ লাখ ২৫ হাজার ৮৬৪ জনে দাঁড়ালো।