বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠায় মুক্তিযোদ্ধা সন্তানদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : শাজাহান খান

162

ঢাকা, ১২ আগস্ট, ২০১৮ (বাসস) : নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান স্বাধীনতা বিরোধিদের নির্মূল এবং বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠা করতে মুক্তিযোদ্ধা সন্তানদের ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর দর্শন ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা প্রতিষ্ঠায় নতুন প্রজন্মকে উজ্জীবিত হতে হবে।
আজ রোববার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সাংবাদিক ফোরাম আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সংগঠনের সভাপতি জিহাদুর রহমান জিহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল ও আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার প্রমুখ বক্তব্য দেন।
শাজাহান খান বলেন, ‘জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যাকান্ডের সাথে জড়িত। জিয়াউর রহমান সুপরিকল্পিতভাবে কাজটি করেছে। জিয়া মুক্তিযুদ্ধের শ্লোগান ‘জয় বাংলা’-কে জেটিয়ে বিদায় করতে চেয়েছিল। জিয়াউর রহমান বাংলাদেশকে পাকিস্তানের সাথে ‘কনফেডারেশন’ করতে চেয়েছিল।
নৌ-পরিবহনমন্ত্রী মুক্তিযোদ্ধা সন্তানদের উদ্দেশে বলেন, “সামনে বিশাল যুদ্ধ অপক্ষো করছে। ‘সত্য’ যদি বিজয় লাভ করে, তাহলে তোমরাও বিজয়ি হবে। তোমরা বঙ্গবন্ধুর সৈনিক, বঙ্গবন্ধু কখনও ভীত হননি, তোমরাও ভীত হবেনা। বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠায় তোমরা সাহসের সাথে এগিয়ে যাবে।’’
শাজাহান খান বলেন, শেখ হাসিনার ভীত নড়বড়ে নয়, তাঁকে ফুঁ দিয়ে উড়িয়ে দেয়ার অপচেষ্টা সফল হবেনা। শেখ হাসিনার ভীত বাঙালীর হৃদয়ে প্রতিষ্ঠিত। তাঁর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।