করোনা প্রতিরোধে সিডনির অংশ বিশেষে লকডাউন

367

সিডনি, ১৯ ডিসেম্বর, ২০২০ (বাসস ডেস্ক): অষ্ট্রেলিয়ার জনবসতিপূর্ণ নগরী সিডনির বিভিন্ন এলাকায় শনিবার শুরু হতে যাচ্ছে নতুন করে লকডাউন ।
ক্রিসমাসের সময়ে করোনা সংক্রমণ দ্রুত বেড়ে যাওয়া থামাতে এ উদ্যোগ যথেষ্ট বলে মনে করছেন কর্মকর্তারা।
নগরীর উত্তরাঞ্চলে সৈকত এলাকার নর্দান বিচে গুচ্ছ সংক্রমণ সংখ্যা ৩৮ হওয়ায় বাসিন্দাদের শনিবার বিকেল থেকে বুধবার মধ্যরাত পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না গিয়ে বাড়িতে অবস্থান করতে বলা হয়েছে।
নিউ সাউথ ওয়েলস রাজ্যের প্রধানমন্ত্রী গ্লেডিস বেরেজিকলিয়ান বলেছেন, এ পদক্ষেপের কারণে ভাইরাসের তীব্র সংক্রমণ ঠেকাতে আমরা যথেষ্ট সময় পাবো। এর ফলে ক্রিসমাস ও নতুন বছরের এ সময়ে আমরা শিথিল থাকতে পারবো।
উল্লেখ্য নিউ সাউথ ওয়েলস রাজ্যের রাজধানী সিডনি ।
শহরটির কয়েকটি এলাকায় শনিবার বিকেল ৫টা থেকে হাজার হাজার লোককে ঘরে অবস্থান করতে হবে। বিচ, পাব ও হোটেলসমূহ বন্ধ থাকবে।
এদিকে সিডনিতে মাস্ক পরা বাধ্যতামূলক নয়। কিন্তু নর্দান বিচের বাসিন্দাদের সারাক্ষণ মাস্ক পরতে বলা হয়েছে। এমনকি ঘরে থাকলেও।
অষ্ট্রেলিয়ায় এ পর্যন্ত ২৮ হাজারেরও বেশি কোভিড ১৯ রোগী শনাক্ত হয়েছে। মারা গেছে ৯০৮ জন।
দেশটির মোট জনসংখ্যা প্রায় আড়াই কোটি।