বাসস ক্রীড়া-১৮ : টুর্নামেন্টের সেরা খেলোয়াড় মুস্তাফিজ

291

বাসস ক্রীড়া-১৮
ক্রিকেট-বঙ্গবন্ধু টি-টুয়েন্টি
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় মুস্তাফিজ
ঢাকা, ১৮ ডিসেম্বর ২০২০ (বাসস) : আজ শেষ হওয়া বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের সেরা খেলোয়াড় হয়েছেন গাজী গ্রুপ চট্টগ্রামের বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান।
আসরে ১০ ম্যাচে ২২ উইকেট নিয়ে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে সর্বোচ্চ শিকারী হয়েছেন ফিজ।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হওয়ায়, ৩ লাখ ও সেরা বোলার হওয়ায় ২ লাখ টাকা পেয়েছেন মুস্তাফিজ। এছাড়া তার দল চট্টগ্রাম রানার্স-আপ হওয়ায়, খেলোয়াড় হিসেবে ৭৫ হাজার টাকা পেয়েছেন ফিজ।
মুস্তাফিজের সতীর্থ ওপেনার লিটন দাস ১০ ম্যাচে ৩২২ রান করেন। গড়- ৪৯ দশমিক ১২। টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান হওয়ায় ২ লাখ টাকা পেয়েছেন তিনি।
ফাইনালে চট্টগ্রামকে ৫ রানে হারিয়ে শিরোপার স্বাদ য়ে জেমকন খুলনা। চ্যাম্পিয়ন হওয়ায় খুলনার প্রত্যক খেলোয়াড় দেড় লাখ টাকা করে পাবেন।
ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছেন খুলনার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ৪৮ বলে অপরাজিত ৭০ রান করেন তিনি। তাই ম্যান অব দ্য ফাইনাল হওযায় ১ লাখ টাকা পাচ্ছেন মাহমুদুল্লাহ।
বিশেষ পারফরমেন্স অ্যাওয়ার্ডে পুরস্কার হিসেবে ১ লাখ করে পেয়েছেন চারজন খেলোয়াড়। এরা হলেন- নাজমুল হোসেন শান্ত, পারভেজ হোসেন ইমন, শরিফুল ইসলাম ও রবিউল ইসলাম রবি।
বাসস/এএমটি/২১০৩/স্বব