বাসস দেশ-৩৬ : ঝিনাইদহে মোবারকগঞ্জ সুগার মিলের আখ মাড়াই উদ্বোধন

291

বাসস দেশ-৩৬
ঝিনাইদহ- আখ মাড়াই
ঝিনাইদহে মোবারকগঞ্জ সুগার মিলের আখ মাড়াই উদ্বোধন
ঝিনাইদহ, ১৮ ডিসেম্বর ২০২০ (বাসস): জেলার কালীগঞ্জ উপজেলায় অবস্থিত মোবারকগঞ্জ সুগার মিলে দশহাজার চারশ’ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে ২০২০-২১ মৌসুমের আখ মাড়াই কার্যক্রম আজ শুরু হয়েছে।
আজ শুক্রবার বিকালে ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার মিলের ডোঙ্গায় আখ ফেলে মাড়াই মৌসুমের উদ্বোধন করেন।
এ উপলক্ষে মিলের কেইন কেরিয়ার প্রাঙ্গণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার কবির, রায়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন অপু, আখ চাষী কল্যাণ সমিতির সভাপতি জহরুল ইসলামসহ চিনিকলের কর্মকর্তা, কর্মচারী ও আখচাষিবৃন্দ।
চলতি মাড়াই মৌসুমে ১২৬ দিনে একলাখ ৮১ হাজার ৩৫০ মেট্রিক টন আখ মাড়াই করে দশহাজার চারশ’ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বাসস/এনডি/সংবাদদাতা/২২০৫এমকে