বাসস ক্রীড়া-৯ : সমর্থন চাইলেন রোহিত শর্মা

312

বাসস ক্রীড়া-৯
রোহিত-সমর্থন
সমর্থন চাইলেন রোহিত শর্মা
লন্ডন, ১১ আগস্ট, ২০১৮ (বাসস) : ইংল্যান্ড সফরে লর্ডসে চলমান দ্বিতীয় টেস্টে যাচ্ছেতাই শুরুর পর ভক্তদের সমর্থন চাইলেন ভারতীয় ব্যাটসম্যান রোহিত শর্মা।
লর্ডসে দ্বিতীয় টেস্টের শুরুটা মোটেই ভাল করতে পারেনি বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতয়ি ক্রিকেট দল। ব্যাটসম্যানদের ব্যর্থতায় মাত্র ১০৭ রানেই গুটিয়ে গেছে ভারতের প্রথম ইনিংস।
ভারতের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন রবিচন্দ্রন অশ্বিন। অন্য ব্যাটসম্যানদের কেউই সামান্যতম প্রতিরোধ গড়তে পারেননি। ইংল্যান্ড পেসার জেমস এন্ডারসন ২০ রানে ৫ উইকেট শিকোর করেন।
ম্যাচের দ্বিতীয় দিন শেষে ভারতীয় দলের অনেক সমর্থকই সামাজিক যোগাযোগ মাধ্যমে খেলোযাড়দের প্রতি হতাশা ব্যক্ত করে নানা রকম সমালোচনা করছেন।
এমন অবস্থায় ভারতীয় ব্যাটসম্যান রোহিত শর্মা এই কঠিন সময়ে দলকে সমর্থ যোগাতে ভক্তদের প্রতি আহবান জানিয়েছেন। এই খেলোয়াড়রাই ভারতীয় দলকে টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে উঠিয়েছে উল্লেখ করে সমর্থকদের সমর্থন কামনা করেন তিনি।
এজবাস্টনে প্রথম ম্যাচে ৩১ রানে পরাজিত হয়ে পাঁচ টেস্ট সিরিজে ভারত বর্তমানে ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে। সর্বশেষ ২০০৭ সালে ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল ভারত।
বাসস/স্বব/২০৩০/এমএইচসি