বাসস ক্রীড়া-৮ : শ্রীলংকা- দ:আফ্রিকা উভয় দলেরই লক্ষ্য জয় দিয়ে সিরিজ শেষ করা

343

বাসস ক্রীড়া-৮
শ্রীলংকা- দ: আফ্রিকা প্রিভিউ
শ্রীলংকা- দ:আফ্রিকা উভয় দলেরই লক্ষ্য জয় দিয়ে সিরিজ শেষ করা
কলম্বো, ১১ আগস্ট, ২০১৮ (বাসস) : জয় দিয়ে শেষ করার লক্ষ্য নিয়েই আগামীকাল কলম্বোতে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে মাঠে নামবে স্বাগতিক শ্রীলংকা ও সফরকারী দক্ষিণ আফ্রিকা। প্রথম তিন ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। স্বাগতিকদের হোয়াইটওয়াশ করতে চাইলেও শেষ পর্যন্ত সেটা প্রোটিয়াদের পক্ষে সম্ভব হয়নি। ৩-০ ব্যবধানে পিছিয়ে থাকার পর ক্যান্ডিতে বৃষ্টি বিঘিœত চতুর্থ ম্যাচে জয় তুলে নেয় লংকানরা।
কুসল পেরেরা, থিসারা পেরেরা এবং দাসুন শানাকার হাফ সেঞ্চুরিতে সিরিজে প্রথমবারের মত ৩০০ রানের কোটা পার করে শ্রীলংকা। এরপর বৃস্টি আইনে দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য লক্ষ্য মাত্রা দাঁড়ায় ২১ ওভারে ১৯১ রান। তবে সুরঙ্গ লাকমালের তিন উইকেট শিকারের সুবাদে শেষ পর্যন্ত তিন রানে পরাজিত হয় সফরকারীরা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে ১১ ম্যাচের পর ক্যান্ডিতে প্রথমবারের মত জয় পায় লংকানরা। যা রোববারের শেষ ম্যাচে স্বাগতিকদের আত্মবিশ্বাস যোগাবে।
গত বেশ কিছু দিন যাবতই লংকান টপ অর্ডার ব্যাটসম্যানরা ব্যর্থ হচ্ছিলেন । তবে শেষ ম্যাচে সকলেই রান পেয়েছেন। লোয়ার অর্ডার ব্যাটসম্যানরাও ভাল করেছেন। তবে অধিনায়ক এ্যাঞ্জেলো ম্যাথুজের মতে ফিল্ডিংয়ে আরো উন্নতি করতে হবে।
দক্ষিণ আফ্রিকার জন্য দু:সংবাদ হচ্ছে এ ম্যাচে অধিনায়ক ফাফ ডু প্লেসিসের সেবা পাচ্ছেনা তারা। প্লেসিসের ইনজুরির কারণে এ ম্যাচে প্রোটিয়া দলের নেতৃত্ব দেবেন কুইন্টন ডি কক। শেষ ম্যাচে জয় পেলে সামনে থাকা একমাত্র টি-২০তে সুখ-স্মৃতি নিয়ে মাঠে নামতে পারবে সফরকারীরা। এছাড়া টেস্ট সিরিজে বিপর্যয়ের পর জয়ের ধারা অব্যাহত রাখতে পারবে তারা।
সিরিজ আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় শেষ দুই ম্যাচে বিকল্প ব্যবহারের ঘোষণা দিয়েছিল প্রোটিয়া টিম ম্যানেজমেন্ট। রেজা হেনড্রিক নিজের অভিষেকেই তৃতীয় ম্যাচে সেঞ্চুরি হাকান এবং হেনরিচকে চার নম্বরে ব্যাট করানো হয়।
শ্রীলংকা সফরে সময়টা ভাল যাচ্ছেনা উঠতি তারকা আইডেন মার্করামের। প্রথম দুই ম্যাচের পর সেরা একাদশ থেকে বাদ পড়েন তিনি। তবে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার জন্য তাকে শেষ ম্যাচে আরেকটা সুযোগ দেয়া হতে পারে।
দল :
শ্রীলংকা : এ্যাঞ্জেলো ম্যাথুজ (অধিনায়ক), দাসুন শানাকা, কুসল পেরেরা, ধনঞ্জয়া ডি সিলভা, উপুল থারাঙ্গা, কুসল মেন্ডিজ, থিসারা পেরেরা, নিরোশান ডিকবেলা, সুরঙ্গ লাকমাল, লাহিরু কৃমারা, কাসুন রাজিথা, আকিলা ধনঞ্জয়া, প্রবাথ জয়সুরিয়া, লক্ষন সান্দাকান, শেহান জয়সুরিয়া।
দক্ষিণ আফ্রিকা : কুইন্টন ডি কক (অধিনায়ক), হাশিম আমলা, জুনিয়র ডালা, জে পি ডুমিনি, রেজা হেনড্রিকস, হেনরিচ ক্লাসেন, কেশব মাহারাজ, আউডেন মার্করাম, ডেভিড মিলার, উইলেম মু-ার, লুঙ্গি এগিডি, আন্দিল ফেলুকুয়াও, কাগিসো রাবাদ, তাবরিজ শামসি।
বাসস/স্বব/১৯৫০/মোজা/এমএইচসি