বাজিস-৯ : লক্ষ্মীপুরে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে ভাতার বই বিতরণ

181

বাজিস-৯
লক্ষীপুর-বিতরণ
লক্ষ্মীপুরে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে ভাতার বই বিতরণ
লক্ষ্মীপুর, ১১ আগস্ট, ২০১৮ (বাসস) : জেলার রামগঞ্জে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ১ হাজার উপকারভোগীর মাঝে ভাতার বই বিতরণ করা হয়েছে। উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে শনিবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে এসব বই বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য লায়ন এম এ আউয়াল। রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার রিজাউল করিমের সভাপতিতেপ্রধান অতিথি ছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেনজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সফিকুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আ ক ম রুহুল আমিন, পৌর মেয়র আবুল খায়ের পাটোয়ারী,আওয়ামী লীগ নেতা এম এ মমিন পাটোয়ারী, রামগঞ্জ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আনোয়ার হোসেন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সামজিক নিরাপত্তা বলয়ের মাধ্যেমে দেশের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ভাতা চালু করেছে আওয়ামীলীগ সরকার। ফলে দেশ ও দেশের জনগণের উন্নয়ন অগ্রযাত্রা ক্রমেই তরান্বিত হচ্ছে। তাই আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে দেশের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান তারা।
পরে উপকারভোগীদের হাতে ‘ভাতা বই’ তুলে দেন অতিথিবৃন্দ। এতে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন।
বাসস/সংবাদদাতা/১৭০০/মরপা