বাজিস-৫ : নাটোরকে শতভাগ স্কাউট জেলা হিসেবে ঘোষণা

304

বাজিস-৫
নাটোর-স্কাউটস জেলা
নাটোরকে শতভাগ স্কাউট জেলা হিসেবে ঘোষণা
নাটোর, ১১ আগস্ট, ২০১৮ (বাসস) : প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক ও সভাপতি, বাংলাদেশ স্কাউটস মো. আবুল কালাম আজাদ আজ শনিবার নাটোর জেলাকে শতভাগ স্কাউট জেলা হিসেবে ঘোষণা করেছেন। নাটোরের শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে আয়োজিত জেলার স্কাউট সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মো. আবুল কালাম আজাদ বলেন, দেশকে গড়তে হলে স্কাউট আন্দোলনের মধ্যদিয়ে আগে নিজেকে গড়ে তুলতে হবে। সোনার বাংলা তখনই হবে যখন আমরা সবাই সোনার মানুষ হবো। পড়ালেখার মধ্যদিয়ে নিজেকে আদর্শ মানুষ হতে হবে। এ জন্যে বাবা-মা, শিক্ষক ও গুরুজনদের কথা শুনতে হবে।
বাংলাদেশ স্কাউটসের সভাপতি আরো বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত স্কাউটস কার্যক্রম পরিচালনা করতে হবে। আমাদের চারপাশকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, মাদকমুক্ত থাকতে হবে। মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে হবে।
অনুষ্ঠানে রাজশাহীর ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার ও রাজশাহী বিভাগীয় স্কাউটস সম্পাদক মো. আমিনুল ইসলাম সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন। নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুন সমাবেশ প্রধানের দায়িত্ব পালন করেন।
পরে জেলার সাতটি উপজেলার কাব ও স্কাউটস দল কুচকাওয়াজে অংশগ্রহণ করে ও ডিসপ্লে প্রদর্শন করে।
শতভাগ স্কাউটস উদযাপন কমিটির আহ্বায়ক ও নাটোর জেলা স্কাইটস এর কমিশনার মো. এনামুল হক জানান, জেলার মোট এক হাজার ২৭২টি শিক্ষা প্রতিষ্ঠানে সক্রিয় স্কাউটস কার্যক্রম চালু করা হয়েছে।
বাসস/সংবাদদাতা/১২১০/-নূসী