স্পেনে নতুন করে ৪,৫৯৫ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত

417

মাদ্রিদ, ১১ ডিসেম্বর, ২০২০ (বাসস ডেস্ক): স্পেনে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৪ হাজার ৫৯৫ জন মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এনিয়ে দেশটিতে কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ১৭ লাখ ২০ হাজার ৫৬ জনে দাঁড়ালো। বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানিয়েছে। খবর সিনহুয়ার।
তারা জানায়, বৃহস্পতিবার বেলা ২টা পর্যন্ত (গ্রীনিচ মান সময় ১৩০০ টা) দেশটির কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যা বেড়ে মোট ৪৭ হাজার ৩৪৪ জনে দাঁড়িয়েছে।
টিকাদান কর্মসূচি বিষয়ে কংগ্রেসে বক্তব্য দেয়ার সময় স্বাস্থ্যমন্ত্রী ইলা রোকা বলেন, ‘এ মহামারি ভাইরাস মোকাবেলায় আমাদের বিশাল আশার দিগন্ত বিভিন্ন ভ্যাকসিন নাগালে চলে এসেছে।’
তিনি বলেন, ‘প্রত্যাশা অনুযায়ী সবকিছু স্বাভাবিকভাবে চললে এবং স্পেনিশ এজেন্সি অব মেডিসিনস অ্যান্ড মেডিকেল ডিভাইসের সকল শর্ত পূরণ করলে প্রথম অনুমোদিত কোভিড-১৯ ভ্যাকসিন এক মাসেরও কম সময়ের মধ্যে স্পেনে পৌঁছাবে।’