বাসস দেশ-৫৩ : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সাথে ইউএনডিপির বৈঠক

273

বাসস দেশ-৫৩
ইউএনডিপি- পরিবেশ ও বন
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সাথে ইউএনডিপির বৈঠক
ঢাকা, ১০ ডিসেম্বর, ২০২০ (বাসস) : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সাথে ইউএনডিপির বিশেষ বৈঠক আজ কমিটি সভাপতি সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে।
কমিটি সদস্য পরিবেশন, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুন নাহার, জাফর আলম, মোঃ রেজাউল করিম বাবলু এবং খোদেজা নাসরিন আক্তার হোসেন বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে কমিটি (ইউএনডিপি) প্রণীত “জলবায়ু অর্থায়ন বিষয়ক প্রস্তাবিত হ্যান্ডবুক্ত প্রণয়ন সংক্রান্ত ধারণাপত্রকে নীতিগতভাবে একমত পোষণ করে। তবে শুধু জলবায়ু তহবিল সংক্রান্ত বিষয় নয়, জলবায়ু পরিবর্তজনিত ক্ষতি মোকাবেলায় জলবায়ু অর্থায়নের প্রভাব নিরুপণে কার্যকর পদক্ষেপ বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া জলবায়ু তহবিল ব্যবহারের মাধ্যমে সংসদ সদস্যবৃন্দের নিজ নিজ এলাকায় জলবায়ু ক্ষতি মোকাবেলায় আরো কার্যকর ভূমিকার বিষয় পরবর্তিতে বিস্তারিত পর্যালোচনার সিদ্ধান্ত নেয়া হয়।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির কমিটি সচিব এ.কে.এম.জি. কিবরিয়া মজুমদার, ইউএনডিপির বাংলাদেশ এর সহকারী আবাসিক প্রতিনিধি মোঃ খুরশিদ আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক আখতার হোসেনসহ ইউএনডিপি এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এমআর/২১৪৪/-এবিএইচ